আমুদরিয়া নিউজঃ খোলা আকাশের নীচে প্রাকৃতিক পরিবেশে নাটকের আনন্দ উপভোগ করছেন দর্শকরা। তিন দিন ধরে ইকোফ্রেন্ডলি জঙ্গল থিয়েটার ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হচ্ছে কোচবিহারে। স্বেচ্ছাসেবী সংগঠন অনাসৃষ্টির উদ্যোগে ও ব্যবস্থাপনায় কোচবিহারের খাগড়াবাড়ি অঞ্চলে শাল বাগানে এই জঙ্গল থিয়েটার অনুষ্ঠিত হচ্ছে। শাল-সেগুন গাছের বনের মাঝে এই নাট্য উৎসব ঘিরে কোচবিহারের নাট্য প্রেমীদের বেশ উৎসাহ দেখা যাচ্ছে। পঞ্চম বর্ষ এই জঙ্গল থিয়েটার ফেস্টিভ্যালের আজ শেষ দিন।
কোচবিহারের অনেকগুলি বিদ্যালয় এই নাট্য উৎসবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। দিনের আলোয় নাট্য পরিবেশনার পাশাপাশি সন্ধ্যায় মশালের আলোয় অনুষ্ঠান আরও জমকালো হয়ে উঠছে। কোচবিহার শহর ও সংলগ্ন এলাকার নাট্য প্রেমীরা সহ প্রচুর মানুষ এই জঙ্গল থিয়েটার দেখতে শাল বাগানে ভিড় করছেন। তিন দিনের এই উৎসবে বিভিন্ন দলের প্রায় ২০ নাটক মঞ্চস্থ হচ্ছে। একই সাথে আন্তঃ বিদ্যালয় নাট্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।