আমুদরিয়া নিউজ : বিখ্য়াত কবি হেলাল হাফিজ শুক্রবার প্রয়াত হয়েছেন। তাঁকে মরণোত্তর একুশে পদক বা স্বাধীনতা পুরস্কারের মতো রাষ্ট্রীয় পদক দেওয়ার কথা ভাবছে সে দেশের অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকি শনিবার এ কথা জানিয়েছেন বলে সংবাদ সংস্থা সূত্রের খবর।
শনিবার বাংলাদেশে রাজধানী ঢাকার বাংলা একাডেমি প্রাঙ্গণে সদ্য প্রয়াত কবি হেলাল হাফিজের শেষকৃত্য হয়। সেখানেই মোস্তফা সরয়ার ফারুকি জানান, তাঁরা প্রয়াত কবিকে মরণোত্তর রাষ্ট্রীয় সম্মান দেওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে ভাবছেন।