আমুদরিয়া নিউজ: ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রির ঢাকা সফরের ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশ মানল সে দেশে হিন্দু সহ সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় সে দেশে ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। এতদিন তো বাংলাদেশের পক্ষে সে দেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা স্বীকারই করা হচ্ছিল না। বরং, বলা হচ্ছিল, মিডিয়ার একাংশ তা ফুলিয়ে ফাঁপিয়ে দেখাচ্ছে।
এই অবস্থায়, গত সোমবার ঢাকায় যান ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। সূত্রের খবর অনুসারে, ভারতের পক্ষে বিদেশ সচিব বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুসকে জানিয়ে দেন, সংখ্যালঘুদের উপর অত্যাচার কোনওভাবে বরদাস্ত করবে না ভারত সরকার। এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যে সংখ্যালঘুদের উপর হামলা রুখতে কড়া পদক্ষেপ করছে তার প্রমাণ দিতে হবে।
এর পরেই মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মিডিয়া সচিব মহম্মদ শফিকুল আলম সাংবাদিক বৈঠক করে জানান, গত ৫ আগস্ট থেকে ২২ অক্টোবর পর্যন্ত সংখ্যালঘুদের উপর যে আক্রমণ হয়েছে তাতে ৮৮টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৭০ জনকে।