আমুদরিয়া নিউজ : এবার আমেরিকায় সে দেশের মানবাধিকার কমিশনের শীর্ষ পদে ভারতীয় বংশোদ্ভূত হরমিত কে ধিলনকে মনোনীত করেছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি এই ঘোষণা করেন। হরমিত ট্রাম্পের কট্টর সমর্থক হিসাবেই পরিচিত। আগেও তাঁর প্রশংসা করেছেন আমেরিকার ভাবী প্রেসিডেন্ট। আমেরিকার বিচার বিভাগের আওতায় থাকা সিভিল রাইটস বিভাগের প্রধান তথা অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল ফর সিভিল রাইটস পদে বসবেন তিনি।
আমেরিকার ভাবী প্রেসিডেন্ট ট্রাম্প জানান, মানবাধিকার রক্ষার জন্য বহুদিন ধরে সরব রয়েছেন হরমিত। বাক স্বাধীনতা, উপাসনার অধিকার রক্ষা করা তো বটেই, কর্মীদের মধ্যে বিভেদ তৈরি করে থাকে এমন ধরনের সংস্থাগুলির বিরুদ্ধে সরব হয়েছেন তিনি।
১৯৬৯ সালে ভারতে জন্ম হয় হরমিতের। শৈশবেই মা বাবার সঙ্গে চন্ডীগড় ছেড়ে নর্থ ক্যারোলিনায় চলে যান তিনি। সেখানকার একটি গ্রামেই হরমিতের বেড়ে ওঠা। পরে তিনি চলে যান নিউ ইয়র্কে। ২০০৬ সালে সান ফ্রান্সিসকোতে নিজের আইনি পেশা শুরু করেন। যোগ দেন রাজনীতিতেও।