আমুদরিয়া নিউজ : আন্তঃবর্ণ বা আন্তঃধর্মীয় বিবাহের কারণে নিরাপত্তাজনিত সমস্যায পড়া দম্পতিদের সামযিকভাবে সেফ হাউসে রাখা দরকার। যেখানে নিরাপত্তা নিশ্চিত করা যাবে। সে জন্য ৬ বছর আগে সব রাজ্য সরকারগুলিকে সেফ হাউসের তালিকা তৈরি করতে পরামর্শ দিয়েছিল সুপ্রিম কোর্ট। মহারাষ্ট্র সরকার তা করতে পারেনি। তাই সম্প্রতি এক শুনানিতে মুম্বই হাইকোর্ট বলেছে, রাজ্য সরকারের স্টেট গেস্ট হাউসগুলিকে সেফ হাউস হিসেবে ব্যবহার করা যেতে পারে।
উল্লেখ, প্রায় ছয় বছর আগে যে সুপ্রিম কোর্ট সারা দেশে রাজ্যগুলিকে আন্তঃবর্ণ বা আন্তঃধর্মীয় বিবাহের কারণে নিরাপত্তা সমস্যার সম্মুখীন হওয়া দম্পতিদের জন্য নিরাপদ আশ্রয় চিহ্নিত করার নির্দেশ দিয়েছিল। মহারাষ্ট্র এখনও এই ধরনের স্থানগুলি চিহ্নিত করতে পারেনি এবং তালিকা প্রকাশ করতে পারেনি।