আমুদরিয়া নিউজ : নয়াদিল্লির ৪৪টি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। রবিবার গভীর রাতে ই মেল মারফৎ ওই হুমকি দেওয়া হয় বলে একটি সংবাদ সংস্থা জানিয়েছে। পুলিশ বিষয়টি জেনেই বম্ব ডিজপোজাল স্কোয়াডকে দিয়ে স্কুলগুলোতে তল্লাশি করছে। সোমবার সকাল থেকে ওই সব স্কুলের পড়ুয়াদের বাড়িতে ফিরিয়ে দেওয়া হয়েছে।
গভীর রাতের ই মেলে হুমকি দেওয়া হলেও সকালের দিকে যখন স্কুলবাসগুলি পৌঁছতে থাকে, তখনও অনেকে তা জানতেন না। ফলে, বাস পৌঁছতে স্কুলগুলো থেকে তা ফিরিয়ে দেওয়া হয়। তবে এখনও অবধি কোনও স্কুলে সন্দেহজনক কিছুর উপস্থিতি পুলিশ পায়নি।