আমুদরিয়া নিউজ : প্রাক্তন প্রেমিক এবং তাঁর প্রেমিকাকে পুড়িযে মারার অভিযোগে বলিউড অভিনেত্রী নার্গিস ফকরির বোন আলিয়াকে গ্রেফতার করা হযেছে। আমেরিকার নিউ ইয়র্কের ঘটনা। অভিযোগ, আলিয়া ফকরি প্রাক্তন প্রেমিকের বাড়ির গ্যারেজে আগুনে ধরিয়ে দেন। তাতেই তাঁর প্রাক্তন প্রেমিক এডওয়ার্ড জ্যাকব এবং তাঁর প্রেমিকা অ্যানাস্তেসিয়া ইতিয়েন জ্যান্ত অগ্নিদগ্ধ হন। পরে মারা যান। গত ২ নভেম্বরের ঘটনা। অভিযোগ, আলিয়া তাঁর প্রাক্তন প্রেমিকের নতুন সম্পর্ক মেনে নিতে পারেননি।
পুলিশ তদন্তে জেনেছে, আলিয়া এবং এডওয়ার্ডের প্রায়ই ঝামেলা লেগে থাকত। বছরখানেক আগে তাঁদের বিচ্ছেদ হয়। কিন্তু ব্রেকআপের পরেও আলিয়া নানান অজুহাতে এডওয়ার্ডের সঙ্গে দেখা করত। আমেরিকার আদালত তাঁর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। তবে নার্গিসের মা জানান, তাঁর মেয়ে এইরকম কিছু করতে পারে না।