আমুদরিয়া নিউজ : ফুটবল খেলায় একটু আধটু গোলমাল হয়। তা বলে দু-দলের সমর্থকদের সংঘর্ষে ১০০ জনের মৃত্যুর ঘটনা! হ্যাঁ, এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে গিনির শহর এনজেরোকেতে। সেখানে রবিবার দুদলের খেলার সময়ে রেফারির সিদ্ধান্ত ঘিরে গোলমাল বাঁধে। মারপিট শুরু হয়। আগুন লাগিয়ে দেওয়া লাগোয়া এলাকায়। তাতে ১০০ জনের মৃত্যু হয়। আহত বহু।