আমুদরিয়া নিউজঃ সাইবেরিয়ান টাইগার আগে থেকেই ছিল। এবার যোগ হল সাদা রঙের রয়্যাল বেঙ্গল টাইগার। এর সুবাদে দেশের মধ্যে আরও গৌরব বৃদ্ধি হতে চলেছে দার্জিলিং চিড়িয়াখানার। দেশের মধ্যে আর কোনো চিড়িয়াখানায় এমন বৈচিত্র্য নেই। হায়দ্রাবাদের নেহেরু জুয়োলজিকাল পার্ক থেকে এক জোড়া সাদা রয়্যাল বেঙ্গল টাইগার এবং এক জোড়া গোল্ডেন জ্যাকেল বা সোনালী শেয়াল আনা হয়েছে পদ্মজা নায়ডু হিমালয়ান জুয়োলজিকাল পার্কে। রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা দার্জিলিং চিড়িয়াখানায় নতুন অতিথিদের আসার কথা জানিয়েছেন।
সেই সাথে তিনি আরও জানান, এর পরিবর্তে দার্জিলিং চিড়িয়াখানা থেকে একজোড়া বেঙ্গল টাইগার এবং একজোড়া করে গোল্ডেন ফেজেন্ট, সিলভার ফেজেন্ট, লেডি আর্মহারসট ফেজেন্ট, চির ফেজেন্ট পাঠানো হয়েছে হায়দ্রাবাদ চিড়িয়াখানায়। নতুন অতিথিদের সড়ক পথে দার্জিলিংয়ে আনা হয়েছে। এখন তাদের চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হবে বলে চিড়িয়াখানা কর্তৃপক্ষের সূত্রে জানা গিয়েছে। নতুন প্রাণী গুলি চিড়িয়াখানার পরিবেশের সঙ্গে মানিয়ে নিলে তাদের পর্যটকদের সামনে আনা হবে। নতুন অতিথি আসার খবরে খুশি দার্জিলিং পাহাড়বাসী। আনন্দিত চিড়িয়াখানার কর্মীরাও। তাহলে নতুন বছরে দার্জিলিংয়ে বেড়াতে যাওয়া পর্যটকরা দেখতে পাবেন নতুন অতিথিদের।