আমুদরিয়া নিউজঃ সিতাই বিধানসভা উপনির্বাচন শেষ হতেই আবাস যোজনার সমীক্ষা শুরু হল কোচবিহারে। রবিবার থেকে সমীক্ষার কাজ শুরু হয়েছে। জেলা জুড়ে ৩,৯১,৪৭৫ টি পরিবারের উপর এই সমীক্ষা চলবে। ১২ টি ব্লকের আবাস যোজনার সমীক্ষার কাজে যুক্ত আছেন ১১১৪ জন সরকারি কর্মী। ২০২২ সালের ডিসেম্বর মাসে আবাস যোজনার যেই তালিকা করা হয়েছিল তার ভিত্তিতে এই সমীক্ষা হচ্ছে। নতুন করে কোনো উপভোক্তার নাম সংযুক্ত হবে না। জানা গিয়েছে, তালিকা অনুযায়ী ১,৩৪,৬০৫ জন সিলেক্টেড উপভোক্তা, ২,৫৪,৯৫৩ জন ওয়েট লিস্ট এবং গ্রীভেনস পোর্টালে আবেদন করা ১৯১৭ জন মিলে মোট ৩,৯১,৪৭৫ টি পরিবার তালিকায় আছে। এই পরিবারের বাড়িতে সমীক্ষার কাজ চলবে।
এদের কারও পাকা বাড়ি আছে কি না, ব্যক্তি গত জমি আছে কিনা, কোন উপভোক্তার মৃত্যু হয়েছে কি না, কেউ এখান থেকে অন্য জায়গায় স্থায়ীভাবে চলে গিয়েছেন কিনা ইত্যাদি বিষয়ে তথ্য সংগ্রহ করবেন। পুরো প্রক্রিয়া অ্যাপের মাধ্যমে অনলাইনে হচ্ছে। ছবি তুলে অ্যাপে তা যুক্ত করা হচ্ছে। ৫ ডিসেম্বর এই কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। সোমবার কোচবিহার জেলা শাসকের অফিসে আবাস যোজনার সমীক্ষার নিয়ে একটি সভা হয়। সেখানে সমস্ত ব্লকের বিডিও, এসডিও, আইসি ও অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। অন্যদিকে কোচবিহার জেলার শালমারা ও রুইডাঙগা গ্রাম পঞ্চায়েত এলাকায় আবাস সমীক্ষার কাজ চলাকালীন স্থানীয়রা অনিয়মের অভিযোগ তুলে ক্ষোভ দেখায় বলে জানা গিয়েছে।