আমুদরিয়া নিউজ: অস্ট্রেলিয়ায় তৃতীয় দিনের খেলায় ৩২১ রানের এগিয়ে ভারত। তৃতীয় দিনের প্রথম সেশনেও দাপট বজায় রাখল ভারত। বিনা উইকেটে ১৭২ রান নিয়ে খেলতে নামে । ওপেনিং এ ২০০ রানের পার্টনারশিপ করেন রাহুল এবং যশশ্বী।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের ঘরের মাঠে এর আগে কোন ভারতীয় ওপেনিং জুটির 200 রান তুলতে সক্ষম হয়ে ওঠেনি। এবার তাই করে দেখালেন রাহুল যশশ্বী জুটি। ভারতের এই পারফমেন্সে খুশি ভক্তরা।