আমুদরিয়া নিউজ : মঙ্গলবার সকালে ডাউন কাটিহার এক্সপ্রেস হাওড়ায় ঢোকার পরে একটি কামরার আপার বার্থ থেকে রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। দেহটি চাদর দিয়ে মোড়া ছিল। মনে হচ্ছিল যাত্রী ঘুমিয়ে রয়েছেন। চাদর সরাতেই দেখা যায় রক্তে ভেসে যাচ্ছে বুক ও পেট। দারাল কিছু ঢুকিয়ে খুন করা হয়েছে। পুলিশ দেহটি উদ্ধারের পরে পরিচয় জেনেছে। নিহত যাত্রীর নাম সৌমিত্র চট্টোপাধ্যায় (৫১)। হাওড়ার বালির ঘোষপাড়ার তিনি বাসিন্দা ছিলেন। পেশায় তবলা বাদক।
চলন্ত ট্রেনে প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত কামরায় দেহটি মিলেছে। সেখানে বার্থে ওঠার পরে তাঁকে খুন করা হয়েছে নাকি খুনের পরে বার্থে তোলা হয়েছে তা নিয়েই তদন্ত চলছে। কে বা কারা কেন খুন করেছে তা নিয়েও সূত্র খুঁজছে পুলিশ।