আমুদরিয়া নিউজ : থাইল্যান্ডে বানরের উৎপাত নতুন কিছু নয়। সেখানে মাঝেমধ্যেই জঙ্গল লাগোয়া লোকালয়ে হানা গিয়ে খাবারের লুটপাঠ করে বানরের পাল। সে জন্য নানা এলাকায় লোহার তার দিয়ে ঘেরাটোপ করা হয়েছে। তাতে দমানো যাচ্ছে না বানরকুলকে।
সম্প্রতি, গত শনিবার বানরের পাল থাইল্যান্ডের লপবুরি পুলিশ স্টেশনে চড়াও হয়। অন্তত ২০০টি বানরের একটি পাল ওই এলাকায় খাবারের খোঁজে দৌরাত্ম্য শুরু করে। এক সময়ে বানরেরা লপবুরি থানায় চড়াও হয়ে ঘরে ঢোকার চেষ্টা করে। সেখানে গুরুত্বপূর্ণ মামলার নথি রয়েছে। তাই দরজা-জানালা বন্ধ করে পুলিশ ভেতরে বসে থাকে।
এই অবস্থায় প্রায় দুদিন ভেতরে আটকে থাকে পুলিশ। বাইরে থেকে পুলিশ এবং বন্যপ্রাণ বিভাগ গিয়ে বিস্তর চেষ্টার পরে বানরের পালকে সরাতে পারে।