আমুদরিয়া নিউজ : বোরখায় মুখ ঢেকে কেউ প্রকাশ্যে বেরোলেই ১ লক্ষ টাকা জরিমানা দিতে হবে সুইজডারল্যান্ডে। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে সুইস সরকার এই নিয়ম চালু করা হবে বলে ঘোষণা করে দিয়েছে। সংবাদ সংস্থা জানাচ্ছে, সুইজারল্যান্ডে বোরখা নিষিদ্ধ করা নিয়ে একটি গণভোট হয়েছিল ২০২১ সালে। সেখানে প্রকাশ্যে বোরখা পরে চলাফেরা করা ঠিক নয় বলে প্রায় ৫১.২ শতাংশ ভোটার রায় দিয়েছিলেন। সামান্য হলেও সংখ্যাগরিষ্ঠের মতামতকে মান্যতা দিতে সুইস সরকার জনসমক্ষে বোরখা পরা নিষিদ্ধ করতে চলেছে।
সুইস সরকার ঘোষণা করেছে, আগামী ১ জানুয়ারি ২০২৫ থেকে জনসমক্ষে বোরখায় মুখ ঢেকে চলাফেরা করা যাবে না। কেউ তা করলে প্রায় ১ লক্ষ টাকা জরিমানা দিতে হবে।
অবশ্য ধর্মীয় প্রতিষ্ঠান, শিল্পকলার প্রয়োজনে, প্রার্থনা সভায়, বিজ্ঞাপনে, জনমনোরঞ্জনের জন্য, অভিনয়ের কারণে বোরখা পরলে তাতে জরিমানা হবে না। ইউরোপের দেশগুলির মধ্যে ফ্রান্স ও বেলজিয়মে এ ধরনের নিষেধাজ্ঞা রয়েছে। তবে সুইজারল্যান্ডের এই আইন প্রয়োদ ঠিক হল কি না তা নিয়ে সে দেশে বিতর্কও রয়েছে।