আমুদরিয়া নিউজ : আই পি এল নিলাম এখন চর্চার বিষয়। এবারের আইপিএল নিলাম শুরু হয়ে গিয়েছে। বৃহস্পতিবার নিলামে কলকাতা নাইট রাইডার্স সবচেয়ে বেশি দর দিয়েছে রিঙ্কু সিংকে। ১৩ কোটি টাকায় রিঙ্কুকে ধরে রেখেছে তারা। বরুণ চক্রবর্তী, সুনীল নারায়ণ ও আন্দ্রে রাসেলকে ১২ কোটি টাকা করে দেওয়া হয়েছে। হর্ষিত রানা ও রমনদীপ সিংহ, দুজনকে ৪ কোটি টাকা করে দেওয়া হয়েছে। তবে শ্রেয়স আইয়ার, যিনি গত বার আইপিএলে চ্যাম্পিয়ন দল কে কে আরের অধিনায়ক, তাঁকে ছেড়ে দিয়েছে। কারণ দরাদরিতে পোষায়নি বলেই হয়তো।