আমুদরিয়া নিউজ : হিজবুল্লা জঙ্গি গোষ্ঠীর প্রধান নাসারুল্লাহকে গত ২৭ সেপ্টেম্বর বেইরুটে হত্যা করেছে ইজরাযেল সেনাবাহিনী। তার পরে হিজবুল্লাহের কমান্ডার কে হবেন তা নিয়ে কৌতুহল ছিল সংশ্লিষ্ট মহলের। মঙ্গলবার হিজবুল্লাহের পক্ষ থেকে বিবৃতি দিয়ে তাদের ডেপুটি সেক্রেটারি জেনারেল নাইম কাশিমকে কমান্ডার পদে বসানোর কথা ঘোষণা করা হয়েছে বলে একটি বিদেশি সংবাদ সংস্থার দাবি। ৭১ বছর বয়সী কাসেম হিজবুল্লাহের দুই নম্বর হিসাবে পরিচিত ছিলেন। তিনি কট্টরপন্থী মুসলিম হিসেবে পরিচিত।