আমুদরিয়া নিউজঃ আলোর উৎসব দীপাবলি। উৎসবের কয়েকটা দিন কমবেশি সকলেই চান নিজের বাড়িটি আলোকিত রাখতে। তাই মাটির প্রদীপের পাশাপাশি সামর্থ অনুযায়ী বৈদ্যুতিন আলো দিয়ে বাড়ি সাজানো এখন চল হয়ে দাঁড়িয়েছে। বাজারেও এসেছে নিত্যনতুন হরেক ধরণের লাইট। এলইডি বাল্ব, টিউব, ফিতে, টুনি ইত্যাদি। বৈদ্যুতিন প্রদীপ, মোম থেকে শুরু করে আরও কত কি। তবে কম খরচে সাধারণ জেল টুনির প্রতি মানুষের ঝোঁক বেশি লক্ষ্য করা যাচ্ছে। কম বাজেটে জেল টুনির মিষ্টি আলোতে বাড়ি সাজাতে পারেন আপনি। এক রঙের বা বিভিন্ন রঙের জেল টুনি দিয়ে বাড়ি সাজিয়ে দেখুন। চমৎকার লাগবে। একেকটি চেইনের দাম পড়ছে ৩৫-৫০ টাকা। দৈর্ঘ্য ৬-৮ মিটারের মধ্যে। দীপাবলির আর কয়েক দিন বাকি। তাই ক্রমেই নানা ধরণের আলোক মালায় সেজে উঠছে মানুষের বাড়িঘর। দীপাবলি যতই
এগিয়ে আসছে সাধারণ জেল টুনির চাহিদা বাড়তে শুরু হয়েছে।

দীপাবলিতে বাড়ি সাজান জেল টুনি দিয়ে, খরচা হবে কম
Leave a Comment