আমুদরিয়া নিউজ: গত চার বছর ধরে ক্ষতির মুখে সিনেমা হল। দ্য ইন্টারনেট অ্যান্ড মোবাইল অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার (আইএএমআইএ) রিপোর্টের তথ্য অনুযায়ী, পাইরেটেড সাইট থেকে সিনেমা, সিরিজ দেখেন ভারতের ৫১ শতাংশ দর্শক। ২০২৩ সালে ভারতের পাইরেটেড অর্থনীতি ছিল প্রায় ২২ হাজার ৪০০ কোটি টাকা। এই বাজেটে অন্তত ১০০ টি বিগ বাজেট সিনেমা তৈরি হয়ে যাওয়ার কথা।
এই পাইরেসি করা এবং পাইরেটেড মাধ্যম থেকে সিনেমা, সিরিজ নামিয়ে দেখার প্রবণতা বেশি লক্ষ্য করা যায় ১৯-৩৪ বছর বয়সীদের মধ্যে। পাইরেসির এই বাড়বাড়ন্ত দ্রুত বন্ধ না হলে মুখ থুবড়ে পড়বেন নেপথ্যের কারিগররা। তাই শিল্প বাঁচাতে স্টেক হোল্ডার, সরকারি সংস্থা ও দর্শকদের উদ্যোগ নেওয়ার বার্তা দিলেন আইএএমআইএ চেয়ারম্যান রোহিত জৈন।