আমুদরিয়া নিউজ : বাংলাদেশের চট্টগ্রামের লালদিঘি ময়দানে বিশাল জমায়েত করল সনাতন জাগরণ মঞ্চ। বিন্দু, বৌদ্ধ সহ সে দেশের হাজার হাজার সংখ্যালঘু মানুষ তাতে অংশ নেন। সেই বড় মাপের সমাবেশ থেকে সনাতন জাগরণ মঞ্চ ঘোষমা করে, তাদের ৮ দফা দাবি অন্তর্বর্তী সরকার না মানা অবধি সে দেশের নানা এলাকায় সমাবেশ করা হবে। এই সমাবেশের ভিডিও এখন ভাইরাল। লেখিকা তসলিমা নাসরিনের এক্স অ্যাকাউন্টেও এই ভিডিওর কিছুটা শেয়ার করা হয়েছে।
সনাতন জাগরণ মঞ্চের আট দফা দাবি হল:
১) বাংলাদেশে সাম্প্রতিক সময়ে সংখ্যালঘুদের উপরে যে অত্যাচার হয়েছে, সেই অপরাধের দ্রুত বিচার করার জন্য একটি ট্রাইবুনাল গঠন করতে হবে।
২) প্রতিটি অত্যাচারিত পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। সেই সঙ্গে যাদের ঘরবাড়ি ভাঙা হয়েছে তা তৈরি করে দিতে হবে।
৩) সংখ্যালঘুদের সুরক্ষা বিষয়ক আইন দ্রুত লাগু করতে হবে।
৪) সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক গড়তে হবে।
৫) শিক্ষা প্রতিষ্ঠান ও হস্টেলে সংখ্যালঘুদের ধর্মাচরণের জন্যে পৃথক প্রার্থনা কক্ষ তৈরি করতে হবে।
৬) হিন্দু, বৌদ্ধ, ক্রিস্টান ওয়েলফেয়ার ট্রাস্টগুলি যাতে অর্থ অনুদান পায় তা নিশ্চিত করতে হবে।
৭) সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ, হস্তান্তরের যে আইন রয়েছে তা যথাযথভাবে প্রয়োগ করতে হবে।
৮) সংস্কৃত ও পালি ভাষাকে বাংলাদেশের শিক্ষা বোর্ডের স্বীকৃতি দিতে হবে। দুর্গাপুজোর সময়ে ৫ দিন সরকারি ছুটি ঘোষণা করতে হবে।