আমুদরিয়া নিউজ : সিকিমে দুর্যোগ চলছেই। বৃষ্টির জেরে ফের ধস নেমেছে সিকিমের চুংথাং থেকে লাচেন যাতায়াতের রাস্তায়। মুনসেথাং এলাকায় ধসে কীভাবে রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন একজন। তা ভাইরাল হয়েছে। ইস্টার্ন হিমালয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশনের সৌজন্যে সেই বিডি আমুদরিয়া নিউজের কাছে পৌঁছেছে।
