আমুদরিয়া নিউজ : কন্যা সন্তানের প্রতি অবজ্ঞা এখনও চলছে আমাদের সমাজে। তিনবার কন্যা সন্তান জন্ম দিয়েছেন। তাই সংসার করতে চাইছেন না স্বামী। এই অভিযোগে অবশেষে কন্যা সন্তানদের নিয়ে পুলিশের দ্বারস্থ হলেন স্ত্রী। কোচবিহার ২ নং ব্লকের পুন্ডিবাড়ি থানায় এই ঘটনায় শোরগোল পড়েছে। অভিযোগকারিণীর নাম তাপসী সরকার। তিনি জানান, তার স্বামীর নাম লিটন সরকার। বাড়ি মধুপুর গ্রামে। রাজারহাটে তার স্বামীর কাপড়ের দোকান আছে। জমিজমা কিছু আছে,কৃষিকাজও হয়। তাপসীর আরও অভিযোগ, তার স্বামী দ্বিতীয় বিয়ে করেছেন। তিন কন্যা সন্তান হওয়ায় তার স্বামী তাদের অবজ্ঞা করেন। স্থানীয় স্তরে বৈঠক, আলোচনা অনেকবার হয়েছে। কিছুদিন পর আবার অবজ্ঞা, অশান্তি চলছে। তাকে শারীরিক ও মানসিক নিগ্রহ করা হয়েছে বলে অভিযোগ। ছোট মেয়ে হওয়ার পর তার স্বামী তাদের বাপের বাড়িতে পাঠিয়ে দেন এবং তারপর আর কোন খোঁজ নেননি। এরপর নানা ভাবে তাকে হেনস্থা করা হয়। অবশেষে বিচারের দাবিতে তিন সন্তানকে নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন।