আমুদরিয়া নিউজ: দেওয়ালির আগেই হানা দিতে পারে ঘূর্ণিঝড় ডানা। আবহাওয়া বিভাগ জানাচ্ছে, পূর্ব উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। গতিবেগ হতে পারে ঘণ্টায় ১২০ কিলোমিটার অবধি। আন্তজার্তিক আবহাওয়ার মডেলগুলির তথ্য অনুযায়ী, আগামী বৃহস্পতি ও শুক্রবারের মধ্যে ঘূর্ণিঝড়টি তৈরি হতে পারে, ওড়িশা থেকে বাংলাদেশের খুলনার মধ্যে আছড়ে পড়ার সম্ভাবনা।
রবিবার আন্দামান সাগরে সৃষ্ট ঘূর্ণাবর্ত মঙ্গলবার মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের রূপ নেবে। বৃহস্পতিবার তা গভীর নিম্নচাপে পরিণত হয়ে অন্ধ্রপ্রদেশ থেকে মায়ানামার, যে কোনও উপকূলে স্থলভাগে প্রবেশ করতে পারে। ফলে উত্তাল থাকবে সমুদ্র। উপকূলের কাছে সমুদ্রে উঁচু ঢেউয়ের সতর্কতা জারি করা হয়েছে।