আমুদরিয়া নিউজ : শিলিগুড়ির মিলনপল্লি এলাকায় শুক্রবার রাতে একটি অ্যাপার্টমেন্ট থেকে এক নার্সের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। তাঁর নাম অর্চনা থাপা (২৪)। তিনি একটি বেসরকারি হাসপাতালে কর্মরতা ছিলেন। ওই হাসপাতাল বহুতল ভাড়া নিয়ে নার্সদের হস্টেল করেছে।
অনেকের অভিযোগ, সেখানে সন্দেহজনক আনাগোনা ছিল। তাঁদের আরও সন্দেহ, রাতে চুপিসাড়ে অ্যাম্বল্যান্স এনে দেহটি নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল। তাই তাঁরা আপত্তি জানান। বিক্ষোভ দেখান পুলিশকে ঘিরে। ইঁট পড়ে পুলিশের গাড়িতে। পরে পরিস্থিতি আয়ত্বে আনে পুলিশ। এলাকায় পুলিশ পাহারা রয়েছে শনিবারেও। পুলিশের উপরে হামলার অভিযোগে পৃথক মামলা হয়েছে।