ডগ স্কোয়াডের পেনি হদিস দিল কোটি টাকার, ধৃত ২
আমুদরিয়া নিউজ : গুজরাতের একটি গ্রাম থেকে চুরি হয়েছিল প্রায় ১ কোটি টাকা। বাড়ির মালিক জমি বিক্রি করে সেই টাকা পেয়ে বস্তায় পুরে রেখেছিলেন। তিনি কাজে বেরোতেই তাঁর বাড়ি থেকে তা চুরি যায়। পুলিশ সন্দেহের বশে ৩০ জনের তালিকা তৈরি করে। ডগ স্কোয়াডের পেনিকে নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলে। সে সেখান থেকে বেরিয়ে কাছেই একটি বাড়ির সামনে থাকা এক ব্যক্তির সামনে দাঁড়িয়ে পড়ে। যে কি না পুলিশের সন্দেহের তালিকায় ছিল।
পুলিশ তাকে ধরে তার বাড়িতে চল্লাশি চালালে অর্ধেক টাকা উদ্ধার হয়। তাকে জেরা করে আরেকটি বাড়ি থেকে উদ্ধার হয় বাকি টাকা।
পুলিশ দুজনকে গ্রেফতার করেছে।