আর্থিক দুর্নীতি মামলায় ইডির তলব তামান্নাকে
আমুদরিয়া নিউজ : এর আগে নাম জড়িয়েছিল আইপিএলের মোবাইল স্ট্রিমিং অ্যাপের কেসে। মহারাষ্ট্রের সাইবার সেল তলব করে অভিনেত্রীকে।
এবার আর্থিক কেলেঙ্কারি মামলায় ইডির প্রশ্নের মুখে বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়া।
সূত্রের খবর অনুযায়ী, বৃহস্পতিবার গুয়াহাটিতে ইডি দপ্তরে হাজির হন তামান্না। জানা গিয়েছে, একটি মোবাইল অ্যাপের হয়ে প্রচার এবং এক অনুষ্ঠানে হাজির ছিলেন অভিনেত্রী।
আর এতেই আর্থিক দুর্নীতি মামলায় ইডির দপ্তরে তলব করা হয়েছে তাঁকে।
তবে এ বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি তামান্না।