আমুদরিয়া নিউজ : গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া ইজরায়েল-হামাস সংঘর্ষে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় ৪২ হাজার মানুষ। আহতের সংখ্যা প্রায় এক লক্ষ। বিমান, রকেট এবং বোমা হামলায় প্রতিদিনই মৃত্যুমিছিল গাজায়। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে অসংখ্য মৃতদেহ। মৃতদেহ পড়ে থেকে ধরে যাচ্ছে পচন আর তা থেকে ছড়াচ্ছে বিশ্রী গন্ধ। রাষ্ট্র সংঘের এক উদ্ধারকারী দলের বর্ণনা অনুযায়ী শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মৃতদেহগুলো ছিঁড়ে খাচ্ছে রাস্তার কুকুর। বীভৎস এই পরিস্থিতিতে ছিন্ন-বিচ্ছিন্ন দেহগুলি শনাক্ত করতেও বেগ পেতে হচ্ছে উদ্ধারকারী দলকে।