আমুদরিয়া নিউজ : এবার আরও বিপাকে পড়লেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কারণ, সিবিআই সূত্র উল্লেখ করে একাধিক সংবাদ সংস্থা দাবি করেছে, প্রাথমিক নিয়োগ পরীক্ষায় (টেট) প্রার্থীদের ৭৫২ জনের তালিকাতে অধিকাংশ প্রার্থীই ‘অযোগ্য’।
ওই অযোগ্যদের তালিকা পার্থবাবু এক আমলাকে দিয়েছিলেন বলে সন্দেহ।
সেই তালিকা থেকে অনেকের চাকরি হয়েছে বলেও সন্দেহ জোরদার।