আমুদরিয়া নিউজ : ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর সাংহাই কোঅপারেশন অর্গনাইজেশন (এসসিও) বৈঠকে যোগ দিতে পাকিস্তানে রয়েছেন। মঙ্গলবার সেখানে সেখানে পৌঁছান তিনি। তার পরে পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের দেওয়া নৈশভোজে যোগ দেন অন্যান্য দেশের প্রতিনিধিদের সঙ্গে। শেহবাজের সঙ্গে করমর্দন করেন। তবে কোনও আলাদা বৈঠক হয়নি।
পরে বুধবার ইসলামাবাদে এসসিও সম্মেলনে ভারতের বিদেশমন্ত্রী বলেন, “আমাদের প্রচেষ্টা তখনই সফল হবে, যখন চুক্তির প্রতি আমাদের অঙ্গীকার দৃঢ় থাকবে। মনে রাখতে হবে উন্নয়ন ও বৃদ্ধির জন্য শান্তি ও স্থিতিশীলতা জরুরি। কোথাও সীমান্তের পারে কট্টরপন্থী মনোভাব, সন্ত্রাসবাদ অথবা বিচ্ছিনতাবাদ নির্বিঘ্নে থাকে তা হলে সেই পরিবেশে বাণিজ্যের প্রসার হতে পারে না এবং যোগাযোগও স্থাপিত হতে পারে না।