আমুদরিয়া নিউজ: এবার সামনে নিউজিল্যান্ড। কিউয়িদের বিরুদ্ধে প্রথম ম্যাচে রয়েছে বৃষ্টির ভ্রুকুটি। ১৬ অক্টোবর থেকে বেঙ্গালুরুতে শুরু হচ্ছে ভারত নিউজিল্যান্ড টেস্ট। প্রথম ম্যাচে আবহাওয়ার পূর্বাভাস মোটেও ভালো নয়।
আবহাওয়ার আভাস অনুযায়ী, ম্যাচের প্রথম দিনে আকাশ পুরো মেঘে ঢাকা থাকবে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে অনেকটাই। সন্ধের দিকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। ফলে ম্যাচ দেরিতে শুরু হওয়ার সম্ভাবনা বেশি।