আমুদরিয়া নিউজ : রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া থেকে একটি অ্যাপ তৈরি করা হয়েছে যেটি প্লে-স্টোর অথবা আপেল-স্টোর থেকে ইনস্টল করা যাবে। অ্যাপটির নাম আর বি আই রিটেল ডিরেক্ট।
এই অ্যাপ যথেষ্ট নিরাপদ এবং এই অ্যাপ মারফত আপনি বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রের সরকারি বন্ড, সুভেরিন গোল্ড বন্ড প্রভৃতিতে বিনিয়োগ করার সুযোগ পাবেন এবং এর বিনিময়ে ভালো রিটার্নও পাবেন। তবে অবশ্যই অভিজ্ঞ পরামর্শদাতার কাছে গিযে সব জেনে তবেই বিনিয়োগ করবেন। না হলে এটা ভীষণ ঝুঁকির বিষয় হতে পারে।