আমুদরিয়া নিউজ : জ্বালানি তেল সরবরাহে কোনও রকম সমস্যা হলে ভারত তার মোকাবিলা করতে সক্ষম বলে দাবি করেছেন কেন্দ্রীয় তেলমন্ত্রী হরদীপ সিং পুরী। ১ অক্টোবর ইজ়রায়েলে ইরান মিসাইল হামলা করার পর থেকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি প্রায় ৯ ডলার বেড়েছে।
মন্ত্রী বলেন, চিন্তার কোনও কারণ নেই। অতীতের মতো এবারও আমরা পরিস্থিতি মোকাবিলার ব্যাপারে আত্মবিশ্বাসী। তিনি জানান, বাজারে জ্বালানি তেলের প্রচুর সরবরাহ রয়েছে। যদি এক বা একাধিক দেশ উৎপাদন বন্ধ করে বা সরবরাহ নিয়ে কোনও রকম সমস্যা হয়, সে ক্ষেত্রে সেই ফাঁক পূরণ করতে বাজারে নতুন সরবরাহকারীরা রয়েছে।