ইজরায়েলি বিমান হামলা; বেইরুটের আকাশে আগুন আর ধোঁয়া
সারারাত বেইরুটের আকাশ থেকে বিমান হামলা ইজরায়েলের। আগুন আর ধোঁয়ায় ভারী হয়ে উঠেছে বেইরুটের আকাশ-বাতাস। সামরিক বাহিনী বিবৃতি দিয়েছে যে, হিজবুল্লাহ তাদের লক্ষ্য। ইজরায়েল এবং জঙ্গীগোষ্ঠির হামলা-পাল্টা-হামলায় ইজরায়েলই শক্তিশালী বলে জানাচ্ছেন যুদ্ধ-অভিজ্ঞ রাজনৈতিক মহল।
আগামীকাল অর্থাৎ ৭ অক্টোবর এই যুদ্ধের যুদ্ধবার্ষিকী। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন যে, তার দেশ সপ্তমুখী যুদ্ধে রয়েছে। হিজবুল্লাহ আর তার সমর্থক ইরানকে “সভ্যতার শত্রু” হিসেবে আখ্যায়িত করেন নেতানিয়াহু।
গাজাতে হামাস আবার সংগঠিত হয়ে মাথা তুলতে পারে বলে ইজরায়েল একটি শরণার্থী শিবির ঘেরাও করেছে বলে ইজরায়েলের পক্ষ থেকে বিবৃতি দিয়েছে। গাজার হাসপাতালসূত্রে খবর যে, গাজার মসজিদে ইজরায়েলি বোমা-হামলার পর অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। ইজরায়েলি সামরিক বাহিনীর দাবি যে, মসজিদে হামাস জঙ্গী বাহিনী মওজুদ ছিল।
ইজরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রকে আশ্বাস দেয়নি যে, তারা ইরানের পরমাণু কেন্দ্রগুলোকে তাক করছে, স্টেট ডিপার্টমেন্টের একজন শীর্ষ আধিকারিক একটি সংবাদমাধ্যমকে জানিয়েছে, এই সপ্তাহে ইরানি ক্ষেপণাস্ত্র কেন্দ্রগুলোকে উড়িয়ে দেবার জন্য ইজরায়েল প্রস্তুত।
এদিকে বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে, যুদ্ধ বাড়ার সাথে সাথে উপসাগরীয় আরব রাষ্ট্রগুলো এই অঞ্চলের তেল উৎপাদন কেন্দ্রগুলো লক্ষ্যবস্তু হয়ে অঠার আশঙ্কা করছে।