আমুদরিয়া নিউজ : পরীক্ষা দিয়ে ফিরছিল ক্লাস এইটের দুই ছাত্রী। সাইকেলে চড়ে ধান খেতের মধ্যেকার রাস্তা দিয়ে গল্প করছিল ওরা। আচমকা একটি বাইকে থাকা চারজন ওদের থামানোর চেষ্টা করে। ওড়না ধরে টানাটানি করতে থাকে। তাতে একজন সাইকেল থেকে পড়ে যায়। তাকে জাপটে ধরে পাশের ধানখেতে নিয়ে যাওয়ার চেষ্টা করে বাইকের দুজন আরোহী।
অন্য ছাত্রীটি চিৎকার শুরু করে। তা শুনে গ্রামের লোকজন ছুটে গেলে বাইক আরোহীরা দ্রুত পালিয়ে যায়। শুক্রবার দুপুরে জনসমক্ষে এমনই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের দেওরিয়া। তাতে এলাকায় ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, ওই রাস্তার ধারের একটি বাড়িতে থাকা সিসি ক্যামেরায় কিছু দৃশ্য ধরা পড়েছে। সেই সূত্রে তদন্ত চলছে। দোষীদের শীঘ্রই গ্রেফতার করে কড়া ব্যবস্থা নেওয়া হবে।