আমুদরিয়া নিউজ : ভারতের পররাষ্ট্র মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আগামী ১৫ ও ১৬ অক্টোবর পাকিস্তানের ইসলামাবাদে সাংহাই সহযোগিতা সংস্থা তথা হেডস অফ গভর্নমেন্ট শীর্ষক বৈঠকে যোগ দেবেন। তিনি ভারতীয় প্রতিনিধি দলের পাকিস্তান সফরের নেতৃত্ব দেবেন। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রক এই ঘোষণা করেছে।
মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজুও ৭ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত ভারত সফর করবেন। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল একটি সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে ঘোষণা করেছেন। মিঃ মুইজু ৬ অক্টোবর গভীর সন্ধ্যায় ভারতে পৌঁছাবেন, এটি রাষ্ট্রপতির ভারতে প্রথম দ্বিপক্ষীয় সফর। মুইজু মুম্বই ও বেঙ্গালুরুও যাবেন।