আমুদরিয়া নিউজ : আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের উল্টোদিকেই বেলগাছিয়া যুব সম্মিলনীর পুজো হয়। প্রতি বছরই পুজো কমিটি রাজ্যের দেওয়া পুজোর অনুদান নেয়। কিন্তু, এবার তারা নিতে পারবে না বলে জানিয়ে দিয়েছে। পুজো কমিটি বলেছে, তাদের পুজোস্থলের উল্টোদিকেই যে কাণ্ড ঘটেছে তাতে তারাও মর্মাহত। তাই এবার তারা অনুদান নিতে অপারগ।
