আমুদরিয়া নিউজ : আয়োজন করা হচ্ছে ডবলউ. এ. এম. প্রতিযোগিতা। ডবলউ. এ. এম. এর পুরো নাম ওয়েভস আনিমে এন্ড মাঙ্গা কনটেস্ট। আনিমে নতুন প্রজন্মের কাছে আকর্ষণীয়। জাপানে যে কার্টুন চরিত্র গুলি অ্যানিমেশনের মাধ্যমে তৈরি হতো তাই আনিমে নামে পরিচিত। সেই কার্টুন যখন ম্যাগাজিন হিসেবে প্রকাশিত হয় তাকে মাঙ্গা বলা হয়।
প্রতিযোগিতার মাধ্যমে ভারতের প্রতিভাবানদেরও আনিমে বা মাঙ্গা তৈরিতে সুযোগ দেওয়া হবে।