আমুদরিয়া নিউজ ডেস্ক : বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ফেরানোর আলোচনায় সে দেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামি লিগকে ছাড়া হবে কীভাবে তা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ। তিনি বর্তমানে আমেরিকায় থাকেন। সেখানে সংবাদ সংস্থাকে সম্প্রতি জানান, বাংলাদেশে ১৮ মাসের মধ্যে ভোট করানোর আশ্বাস সেনা প্রধান দিয়েছেন বলে তিনি আশ্বস্ত হয়েছেন। তবে দেশে গণতন্ত্র ফেরানোর প্রক্রিয়ায় সে দেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামি লিগকে বাদ দিয়ে হওয়া সম্ভব নয় বলে সজীবের দাবি।
তিনি এক প্রশ্নের উত্তরে এটাও জানান, তাঁর মা বাংলাদেশে ফিরবেন কি না, কবে ফিরবেন সে সম্পর্কে তাঁর কিছু জানা নেই। তবে বাংলাদেশের অন্যতম প্রাচীন ও বড় রাজনৈতিক দল আওয়ামি লিগের অসংখ্য নেতা-কর্মীদের বাদ দিয়ে গণতন্ত্রিক পরিবেশ কথা ভাবা কতটা যুক্তিযুক্ত সেই প্রশ্ন তুলেছেন তিনি।