আমুদরিয়া নিউজ ডেস্ক : কয়েকদিন আগের ঘটনা। ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, তাঁরা সেখানে ক্ষমতায় গেলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরে উলটো করে ঝুলিয়ে রাখবেন। এই মন্তব্য নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে।
বাংলাদেশের বিদেশমন্ত্রকের পক্ষে ভারতের ডেপুটি হাইকমিশনারের কাছে চিঠি পাঠিয়ে বিরোধিতা করা হয়েছে। বাংলাদেশের পক্ষে বলা হয়েছে, দেশের প্রথম সারির নেতারা এমন মন্তব্য করলে তা দুই দেশের পক্ষেই অস্বস্তিকর হতে পারে।
এই বছরেই ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন হবে। প্রচার শুরু হয়েছে। গত শুক্রবার সেখানে এক সভায় অমিত শাহ অভিযোগ করেন, ভোটব্যাঙ্ক হারানোর ভয়ে জেএমএম, আরজেডি ও কংগ্রেস অনুপ্রবেশকে মদত দিচ্ছে। এর পরের তিনি ঘোষণা করেন, যদি ঝাড়খণ্ডে সরকার পরিবর্তন করে বিজেপিকে আনা হয় তা হলে প্রত্যেক অনুপ্রবেশকারী বাংলাদেশি, রোহিঙ্গাকে খুঁজে বের করে উলটো করে ঝুলিয়ে সোজা করে দেবেন তাঁরা।