আমুদরিয়া নিউজ ব্যুরো : আজ শনিবার শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে। এবারের ভোটে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে রনিল বিক্রমাসিংহে, বিরোধী নেতা সাজিথ প্রেমাদাসা ও অনুরা কুমার দিশানায়েকের মধ্যে। তীব্র লড়াই হচ্ছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।
শ্রীলঙ্কা আর্থিক সংকটে ধুঁকছে। তা মোকাবিলার জন্য কাকে জনতা বেছে নেন সেটাই দেখার বিষয়। ২০২২ সালের চরম অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে পড়েছিল শ্রীলঙ্কা। সে সময়ে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছিলেন রনিল বিক্রমাসিংহে।