আমুদরিয়া ডেস্ক : দুদিন আগে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে বৈঠক করেছেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সূত্রের খবর, উভয়পক্ষই দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নতির স্বার্থে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে। বৈঠকে উভয় দেশের সীমান্ত বিষয়ক আলোচনা হয়েছে।
বৈঠকের পরে সংবাদ সংস্থা জানিয়েছে, অজিত দোভাল বলেছেন, ভারত ও চিন দু-তরফই পারস্পরিক উন্নয়নের পথ মসৃণ করতে বদ্ধপরিকর। তিনি এটা জানিয়ে দেন, ভারত ও চিন মিলে যা জনসংখ্যা, প্রায় ২৮০ কোটি তা পুরো দুনিয়াকে বদলে দেবে।
চিনের বিদেশমন্ত্রী এক বিবৃতিতে সংবাদ সংস্থাকে জানিয়েছেন, দুটি উন্নয়নশীল প্রতিবেশী দেশ, চিন ও ভারতের উচিত স্বাধীনতা মেনে চলা, ঐক্য ও সহযোগিতা বেছে নেওয়া। দুই দেশের সম্পর্ক ভালো অবস্থানে ফিরে আসবে বলে তাঁর আশা।