আমুদরিয়া ডেস্কঃ এবার রিয়্যালিটি শোয়ে অংশগ্রহণকারী শিশুদের যৌন নির্যাতনের এবং ছুরি দিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অষ্ট্রেলিয়ার কু্ইন্সল্যান্ডের ঘটনা। অভিযোগ একটি টিভি চ্যানেলের রিয়েলিটি শোয়ের প্রতিযোগীদের মধ্যে একজনকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। অন্তত ১১ জনকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। অভিযুক্ত হলেন এক দম্পতি। যাঁরা কুইন্সল্যান্ডে থাকেন। আইনি কারণে তাঁদের নাম প্রকাশ করেনি পুলিশ।
শুক্রবার ব্রিসবেন আদালতে অভিযুক্তদের হাজির করানো হয়। তারা সম্পূর্ণ কালো পোশাক পরেছিলেন। অভিযোগ অস্বীকার করছিলেন। কিন্তু, অভিযোগকারীদের পক্ষে অনেক প্রমাণ পেশ করা হয়। আদালত গুরুতর অভিযোগ বলে মনে করছে। কাজেই রিয়্যালিটি শোয়ে অংশগ্রহণের আগে অবশ্যই খোঁজখবর করে যাবেন।