আমুদরিয়া ডেস্কঃ বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যূত হয়ে ভারতে আশ্রয় নেওয়া প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে। তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ইদানীং গণমাধ্যমে নানা হইচই হচ্ছে। বলা হচ্ছে, বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরানোর জন্য প্রস্তুতি শুরু করেছে। ভারতকে অনুরোধের প্রক্রিয়া শুরু হয়েছে। আদতে সরকারিভাবে কোনও অনুরোধ ভারতকে করা হয়েছে কি না তা স্পষ্ট নয়।
এই ব্যাপারে গণমাধ্যমে যাই বলা হোক ভারত যে কূটনৈতিক প্রক্রিয়া কূটনৈতিক চ্যানেলেই করবে তা স্পষ্ট জানিয়ে দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সম্প্রতি বার্লিনে তাঁকে প্রশ্ন করা হয়, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া নিয়ে। শ্রী জয়শঙ্কর বলেন, তাঁরা বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করছেন। শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি কূটনৈতিক চ্যানেলের মাধ্যমেই হবে। গণমাধ্যমের উপরে নির্ভর করে এ সব কাজ হয় না। ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা।
প্যালেস্টাইনকে সদস্য রাষ্ট্রের স্বীকৃতি রাষ্ট্রসঙ্ঘের আনুষ্ঠানিকভাবে এখনও ঘোষণা না দিলেও প্যালেস্টাইনকে সদস্য রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে রাষ্ট্রসঙ্ঘ। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রসঙ্ঘের প্যালেস্টাইন মিশনের শেয়ার করা একটি ছোট্ট ভিডিও ক্লিপিংসে সেটা বোঝা গিয়েছে।
সম্প্রতি রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদের ৭৯ তম অধিবেশন শুরু হয়েছে। ওই শেয়ার করা ভিডিও ক্লিপিংসে দেখা গেছে, মিশন প্রধান রিয়াদ মনসুর সদস্য রাষ্ট্রদের জন্য নির্দিষ্ট আসন সারিতে বসে রয়েছেন। রাষ্ট্রসঙ্ঘের সদস্য ১৯৩ দেশের মধ্যে অধিকাংশ দেশ প্যালেস্টাইনকে স্বীকৃতি দেওয়ার পক্ষে মত দিয়েছে। কয়েকটি দেশ আপত্তি জানিয়েছে।