আমুদরিয়া নিউজ ডেস্কঃ ধর্ষণ করে ভিডিও ধারন করায় অভিযুক্ত তিন জনের ২৫ বছর সশ্রম কারাদণ্ডের সাজা শোনাল আদালত। গতকাল কোচবিহারের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক (ফার্স্ট) নায়ার আজম খান ওই কারাদণ্ডের সাজা ছাড়াও প্রত্যেক সাজাপ্রাপ্ত আসামীদের ১ লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে। সাজা প্রাপ্ত আসামীদের নাম জামির হোসেন, ফিরোজ আলম ও রাসেল মিয়াঁ।
জানা গিয়েছে, ২০২১ সালের ২১ ডিসেম্বর শীতলখুচি কলেজের এক ছাত্রীকে বাড়ি থেকে কলেজে যাওয়ার পথে গাড়িতে তুলে নিয়ে যায় ওই তিন যুবক। এরপর সংলগ্ন বামনডাঙ্গা এলাকার এক্তি ফাকা বাড়িতে নিয়ে গিয়ে একে একে ওই তিন যুবক ধর্ষণ করে মোবাইলে ভিডিও ধারন করে রাখে। এরপর ওই ছাত্রীকে দেওয়া হয়, ঘটনার কথা বাইরে জানালে ওই ভিডিও ভাইরাল করে দেবে। পরে ওই ছাত্রী বাড়িতে ঘটনার কথা জানালে পরিবারের পক্ষ থেকে শীতলখুচি থানায় অভিযোগ দায়ের করা হয়।