আমুদরিয়া নিউজ : সরকার সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভুয়ো বার্তার ব্যাপারে নাগরিকদের সতর্ক করছে, যেখানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-এর নামে দাবি করা হয়েছে যে আধার আপডেট না করলে SBI YONO অ্যাপ ব্লক হয়ে যাবে। ওই বার্তায় ব্যবহারকারীদের একটি APK ফাইল ডাউনলোড ও ইনস্টল করার নির্দেশ দেওয়া হয়। প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB)-এর ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, এই দাবি সম্পূর্ণ ভুয়ো ও বিভ্রান্তিকর। PIB নাগরিকদের সতর্ক করে বলেছে, কেউ যেন কোনও APK ফাইল ডাউনলোড না করেন এবং ব্যক্তিগত, ব্যাঙ্কিং বা আধার সংক্রান্ত তথ্য কারও সঙ্গে শেয়ার না করেন। PIB আরও জানিয়েছে, এ ধরনের সন্দেহজনক মেসেজ বা লিঙ্ক পেলে তা অবিলম্বে report.phishing@sbi.co.in ঠিকানায় রিপোর্ট করার জন্য। নাগরিকদের সাইবার প্রতারণা থেকে সতর্ক থাকারও পরামর্শ দেওয়া হয়েছে।