আমুদরিয়া নিউজ : ইন্দোরের পর এবার মধ্যপ্রদেশের খরগোন জেলার মণ্ডলেশ্বরে দূষিত পানীয় জল নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। মণ্ডলেশ্বর পৌরসভার ওয়ার্ড নম্বর ৮-এ নিকাশির নোংরা জল পানীয় জলের লাইনে মিশে যাওয়ার অভিযোগ উঠেছে। এর জেরে এলাকার বহু মানুষ ডায়রিয়া, বমি, পেটব্যথা ও জ্বরের মতো উপসর্গে আক্রান্ত হয়েছেন। কয়েকজনকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। বাসিন্দাদের অভিযোগ, বহুদিন ধরেই ঘোলা ও দুর্গন্ধযুক্ত জল সরবরাহ করা হচ্ছিল, কিন্তু বারবার জানানো সত্ত্বেও ব্যবস্থা নেওয়া হয়নি। খবর পেয়ে স্বাস্থ্য বিভাগ ঘটনাস্থলে পৌঁছে জল পরীক্ষার কাজ শুরু করেছে। প্রশাসন পাইপলাইন মেরামত ও বিশুদ্ধ জল সরবরাহের আশ্বাস দিয়েছে।