আমুদরিয়া নিউজ : আইপ্যাক দফতরে তল্লাশি অভিযান ঘিরে মামলায় সুপ্রিম কোর্টের শুনানিতে আজ একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্ন উঠেছে—কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে রাজ্য সরকার বা তার সংস্থাগুলি হস্তক্ষেপ করতে পারে কি না। সলিসিটর জেনারেল তুষার মেহতা দাবি করেন, ইডি আধিকারিকদের উপর চাপ সৃষ্টি করতেই এফআইআর দায়ের করা হয়েছে। ইডির পক্ষ থেকে আদালতের রক্ষাকবচও চাওয়া হয়েছে। এরপর ইডির বিরুদ্ধে পুলিশের দায়ের করা এফআইআরের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। পরবর্তী শুনানি পর্যন্ত পুলিশি তদন্তেও স্থগিতাদেশ দেওয়া হয়েছে। মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে নোটিস পাঠিয়ে দু’সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে দুই বিচারপতির বেঞ্চ। পাশাপাশি, সংশ্লিষ্ট এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশও দেয় আদালত।