আমুদরিয়া নিউজ : রাশিয়া বৃহস্পতিবার ঘোষণা করেছে, ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) এক ব্রিটিশ কূটনীতিককে গুপ্তচর হিসেবে শনাক্ত করার পর তাকে দেশ থেকে বহিষ্কার করা হচ্ছে। এফএসবি জানায়, ওই ব্যক্তি ব্রিটেনের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছিলেন। তাকে দুই সপ্তাহের মধ্যে রাশিয়া ছাড়তে বলা হয়েছে। এ ঘটনায় রাশিয়ার বিদেশমন্ত্রক রাশিয়ায় অবস্থিত ব্রিটেনের প্রধান কূটনীতিককে তলব করে কড়া প্রতিবাদ জানায়। তারা স্পষ্ট জানায়, রাশিয়ায় অঘোষিত ব্রিটিশ গোয়েন্দা কার্যক্রম মেনে নেওয়া হবে না এবং লন্ডন উত্তেজনা বাড়ালে পাল্টা কঠোর পদক্ষেপ নেওয়া হবে।