আমুদরিয়া নিউজ : আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার জন্য ওপেকের সদস্যপদ বজায় রাখতে পারে, তবে তা আমেরিকার স্বার্থের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ—সে বিষয়ে তিনি অনিশ্চিত। ট্রাম্প জানান, ভেনেজুয়েলা ওপেকের সদস্য হলেও বিষয়টি নিয়ে ওয়াশিংটন তাদের সঙ্গে কোনো আলোচনা করেনি। বিশ্বের অন্যতম বৃহৎ তেল মজুদ থাকা সত্ত্বেও অর্থনৈতিক সংকট ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় ভেনেজুয়েলার তেল উৎপাদন ব্যাপকভাবে কমে গেছে। সম্প্রতি আমেরিকা ভেনেজুয়েলার তেল খাতে প্রভাব বাড়ানোর চেষ্টা করছে। বিশ্লেষকদের মতে, ভবিষ্যতে উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিলে তা ওপেকের কোটা ব্যবস্থার সঙ্গে বিরোধ সৃষ্টি করতে পারে। ট্রাম্প বলেন, বর্তমানে ওপেকের নীতিনির্ধারণ তার বিবেচ্য বিষয় নয়।