আমুদরিয়া নিউজ : মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার মধ্যে আমেরিকা কিছু সামরিক ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে বলে এক আমেরিকার কর্মকর্তা জানিয়েছেন। ইরানের এক কর্মকর্তা সতর্ক করে বলেছেন, আমেরিকা হামলা চালালে প্রতিবেশী দেশগুলোতে থাকা আমেরিকার ঘাঁটিতে আঘাত হানা হবে। ইরানে চলমান গণবিক্ষোভ দমনে সরকারের কঠোর অভিযানের পর এই উত্তেজনা তৈরি হয়েছে। আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সম্ভাব্য সামরিক পদক্ষেপ পুরোপুরি নাকচ না করলেও পরিস্থিতি পর্যবেক্ষণ করার কথা বলেছেন। কাতারের আল উদেইদ ঘাঁটি ও অন্যান্য স্থাপনা থেকে সীমিত সংখ্যক কর্মী সরানো হচ্ছে।