আমুদরিয়া নিউজ : আইপ্যাক কাণ্ডে কলকাতা হাই কোর্টে বুধবার শুনানি হয়েছে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে। এদিন শুধু সংশ্লিষ্ট পক্ষের উপস্থিতিতে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে শুনানি হয়েছে। ইডি দাবি করেছে, বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় হাই কোর্টে মামলা মুলতুবি রাখা হোক। পালটা তৃণমূল হাই কোর্টেই শুনানির পক্ষে সওয়াল করেছে। কিন্তু কলকাতা হাই কোর্ট আপাতত আইপ্যাক সংক্রান্ত ইডির করা মামলার শুনানি মুলতুবি রাখল। আদালত জানায়, যেহেতু একই বিষয় নিয়ে ইডি সুপ্রিম কোর্টে মামলা করেছে, সেখানে কী সিদ্ধান্ত হয় তা দেখার পরেই হাই কোর্টে আবার শুনানি হবে। ততদিন পর্যন্ত কেন্দ্রীয় সংস্থার মামলাটি স্থগিত থাকবে।
এদিকে আইপ্যাক নিয়ে তৃণমূল কংগ্রেসের করা মামলাটি খারিজ করে দিল হাই কোর্ট। তৃণমূলের অভিযোগ ছিল, ইডি দলের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল নথি বাজেয়াপ্ত করেছে। তবে শুনানিতে ইডির আইনজীবী জানান, কোনও নথিই বাজেয়াপ্ত করা হয়নি। সেই যুক্তির ভিত্তিতেই আদালত তৃণমূলের মামলাটি খারিজ করে দেয়।
কলকাতা হাইকোর্টে আপাতত স্থগিত আইপ্যাক সংক্রান্ত মামলা
Leave a Comment